October 11, 2024, 6:25 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি মামলায় বিএনপি’র ওয়ার্ড সভাপতি বাহার আলী জুয়েলকে (৪৯) গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে তাকে সাওইল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের সাওইল দক্ষিণপাড়ার বাদেশ আলী শেখের ছেলে ও ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮ ও ৯ নভেম্বর বিএনপি’র ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে গ্রেফতারকৃত বাহার আলী জুয়েলসহ আরও অনেকে পূর্ব ঢাকারোড এলাকায় দলবদ্ধ হয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকা সৃষ্টি করে গাড়ি ভাঙচুরসহ আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর, পেট্রেল বোমা ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় ৫৯ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়। এ মামলায় উল্লেখিত ব্যক্তিদের গ্রেফতার করে আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।