October 11, 2024, 12:49 pm
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে ফজরের নামাজ শেষে হেলা তাবলিগ জামায়াতের আয়োজনে শহরের সিমেন্ট ফ্যাক্টরি মাঠে আম বয়ানের মধ্যে দিয়ে এই ইজতেমার কার্যক্রম শুরু হয়। শনিবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এই ইজতেমা।
এর আগে ভোররাত থেকে রাজশাহী জেলা মারকাজের আমির ডা. আমিরুল ইসলাম আম বয়ান দেন। ইজতেমা মাঠে এ সময় প্রায় ২০ হাজার মুসল্লির ভিড় দেখা যায়।
ইজতেমায় জয়পুরহাটের ৫টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী দিনাজপুরের হাকিমপুর, নওগাঁর ধামইরহাট ও বদলগাছী বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন।
ইজতেমায় অংশগ্রহণকারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. সাইফুল ইসলাম বলেন, এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের জন্য সাথি ভাইদের নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছি। নিয়ত করেছি শনিবার আখেরি মোনাজাত শেষে বাসায় ফিরবো ইনশাআল্লাহ।
জয়পুরহাট জেলা তাবলিগের আমির হাফিজ ইমাম জানান, থেকে শুরু হওয়া এই ইজতেমা চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার এবং শনিবার ১৫ থেকে ২০ হাজার এবং জুমাবার অর্থাৎ শুক্রবার ৩০ হাজার মুসল্লি অংশগ্রহণ করবে।