October 14, 2024, 5:30 am
ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনটে কালের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলাের কালেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর- ধুনট নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়নে কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সঠিক জনপ্রতিনিধি ছাড়া উন্নয়ন সম্ভব নয়। তাই মানুষের কাছে যেতে হবে এবং সারাদেশের উন্নয়নে ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জি,এম ফিরোজ লিটনের সঞ্চলনায় উক্ত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আরিফ ওপেল, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি, আই, এম নূরন্নবী তারিক, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন ও সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।
এসময় ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আলহাজ্ব মাসুদ রানা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মল্লিক, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজ্জাবেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক এর সহধর্মিণী মারিয়া নবী,বগুড়া জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাওছার হামিদ রুবেল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ নাঈমুল রাজ্জাক তিতাস, বনি ছদর খোরুম, আব্দুর রউফ, ধুনট উপজেলার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান মতি, নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, কালের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি,এম ফিরোস লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন,সহ কালের পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।