April 20, 2024, 6:50 am

রাবির ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশ

রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময় সূচি প্রকাশ করা হয়েছে।  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ জুলাই ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ জুলাই ‘এ’ (মানবিক) এবং ২৭ জুলাই ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা চারটি শিফটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল ৯টা থেকে ১০টা প্রথম শিফট, বেলা ১১টা থেকে ১২টা দ্বিতীয় শিফট, দুপুর ১টা থেকে ২টা তৃতীয় এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চতুর্থ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে পরীক্ষার সময় থাকবে এক ঘণ্টা।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন শিক্ষার্থীদের করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে এই https://admission.ru.ac.bd/undergraduate ওয়েবসাইটে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD