October 4, 2024, 5:45 am

রংপুরে ১ লাখ ২৯ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর সিটি কর্পোরেশনে ৩৩ ওয়ার্ডে ১ লাখ ২৯ হাজার ৫০০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে কাল। আজ সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পেইন বিষয়ক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-২ তৌহিদুল ইসলাম।

এবারে রংপুর সিটি কর্পোরেশনে ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার জন শিশুকে নীল রং এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯ হাজার ৫০০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

৩৩টি ওয়ার্ডে ২৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৩৩জন প্রথম সারির, ৭ জন দ্বিতীয় সারির ৪ জন তৃতীয় সারির সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্য কর্মী ও স্বেচ্ছাসেবী ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়োজিত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ মাহাবুবার রহমান মঞ্জু, ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান এবনে তাজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা, স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল কাইউমসহ গণমাধ্যমকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD