October 13, 2024, 2:45 pm
ষ্টাফ রিপোর্টার: বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মোল্লার গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এতে জিয়াউল হক মোল্লাসহ ৪ নেতাকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কাহালু উপজেলার তিনদিঘী এলাকায় গণসংযোগ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। তবে প্রতীক পাওয়ার আগে এমন প্রচারণার কাজকে আচরণবিধি লঙ্ঘন বলছে নির্বাচন কর্মকর্তারা।
ডা. জিয়াউল হক মোল্লা সাবেক বিএনপি নেতা এবং বগুড়া-৪ আসনের সাবেক এমপি। তিনি কাহালু উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে বগুড়া শহরের মালতিনগরের বসবাস করেন জিয়াউল হক। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ডা. জিয়াউল হক মোল্লা ব্যক্তিগত গাড়ি নিয়ে কাহালুর তিনদিঘী এলাকায় গণসংযোগ করতে যান। এ সময় ওই এলাকায় ৮ থেকে ১০ জন ব্যক্তি তার গাড়িতে ইটপাটকেল ছোঁড়েন। এতে ডা. জিয়াউল হক মোল্লাসহ অন্তত চারজন আহত হন।
স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা বলেন, গণসংযোগ করার জন্য তিনদীঘি এলাকায় গেলে আমার গাড়িতে কয়েকজন ইটপাটকেল ছুঁড়ে। এতে আমিসহ ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে কেটে ফেটে গেছে। হামলাকারীদের আমি চিনি না।
কাহালু থানার ওসি সেলিম রেজা বলেন, ডা. জিয়াউল হক নির্বাচনী প্রচারণার কাজে ওই এলাকায় গিয়েছিলেন। পরে সেখানে হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ করেনি কেউ।