October 6, 2024, 1:08 am
মমিন রশীদ শাইনঃ উত্তরের প্রবেশদ্বার বগুড়া জেলায় গত দু’দিন ধরে কনকনে ঠান্ডা বিরাজ করছে, সেই সাথে হিমেল হওয়া আর ঘন কুয়াশার কারণে চরম দূর্ভোগে পড়েছে জেলার দরিদ্র মানুষজন।
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশার কারণে সোমবার দুপুর ১২টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এই জেলায়। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে মহাসড়কে গুলোতে । শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষজন বাহিরে বের হতে না পেরে পড়েছেন দুর্ভোগে।
বিশেষ করে সারিয়াকান্দী যমুনা নদীর কোল ঘেঁষা গ্রাম ও চরের মানুষজন সবচেয়ে বেশী বেকায়দায় পড়েছেন। শীত নিবারন করতে গরম কাপড় সংগ্রহে নিম্ন আয়ের মানুষেরা রেলওয়ে হকার্স মার্কেটে পুরানো কাপড়ের বাজারে ভীড় করছেন।
সদর উপজেলারসাবগ্রাম ইউনিয়নের কুশরা এলাকার ফেরিওয়ালা আব্দুর রহমান জানান গত দু’দিন ধরে ঘন কুয়াশার কারণে কাজে যেতে পারিনি।
বগুড়া আবহাওয়া অফিসের অফিসার আব্দুর রহমান জানান, সোমবার বগুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।