October 16, 2024, 8:31 am

বগুড়ায় গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের পৃথক মাদক বিরোধী অভিযানে সাড়ে তিন কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকার মৃত শুকারু মামুদের ছেলে মোঃ হামিদুল ইসলাম (৩৫), কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকার মৃত নবি উল্লাহর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৮) ও কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাউশমারি এলাকার মোঃ আব্দুল মোতালেবের ছেলে মোঃ আনিছুর রহমান (২২)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বগুড়া সদর উপজেলার ৮নং গোকুল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের সামনে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়াই কেজি গাঁজাসহ হামিদুল ও শহিদুলকে গ্রেপ্তার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক এক লাখ পঁচিশ হাজার টাকা।
এরপর একই এলাকা থেকে দিবাগত রাত সাড়ে ৪টার দিকে ১ কেজি গাঁজাসহ আনিছুরকে গ্রেপ্তার করা হয়। যার অবৈধ বাজার মূল্য আনুমানিক পঞ্চাশ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়িদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD