October 6, 2024, 2:15 am
প্রেস বিজ্ঞপ্তি: নিম্ন আদালতে প্রহসনের রায়ের মাধ্যমে জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীদের সাজা প্রদান এবং সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার উদ্যোগে আজ (শনিবার) সকাল সাড়ে ৭টায় বগুড়া-রংপুর মহাসড়কের বারোপুর এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বারোপুর মোড় থেকে শুরু হয়ে শহরের দিকে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘নব্যবাকশাল সরকার একদিকে নির্বাচনের নামে প্রহসন চালাচ্ছে অন্যদিকে, বিচার বিভাগকে ব্যবহার করে মিথ্যা মামলায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাজা দিচ্ছে। নিম্ন আদালতের ফরমায়েশি রায় দেশবাসী মানেনা। বিচারের নামে শীর্ষ নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে যেই জামায়াতকে থামানো যায়নি, ফরমায়েশি রায় দিয়ে তাদেরকে রুখবার সাধ্য কারো নাই। জামায়াতের নেতাকর্মীরা জীবনের বিনিময়ে তাদের নেতৃবৃন্দকে মুক্ত করে তবেই ঘরে ফিরবে। ইনশাআল্লাহ।’ নেতৃবৃন্দ আরও বলেন, ‘সরকারের পেটুয়া বাহিনী সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গুপ্তহত্যা চালাচ্ছে। প্রতিদিন দেশের কোথাও না কোথাও গুপ্তহত্যার ঘটনা ঘটছে। সরকারের পোষা গুন্ডারা এসব করছে বলেই আইন-শৃংখলা বাহিনী তাদের ধরছেনা। সরকার পেটুয়া বাহিনীকে না থামালে জনগণ নিজেরাই আইন হাতে তুলে নিতে বাধ্য হবে।’