September 7, 2024, 1:57 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মেডিটেশন দিবস পালন করা হলো। মেডিটেশন দিবস উপলক্ষে মেডিটেশনে অংশ নিলেন হাজারো ধ্যানী। ২১ মে শনিবার সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বগুড়াসহ দেশের সহ¯্রাধিক ভেন্যুতে উদযাপিত হয় বিশ্ব মেডিটেশন দিবসের বর্ণিল উৎসব। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষ। বগুড়ায় ঐতিহাসিক মহাস্থান গড়, সরকারি আযিযুল হক কলেজের শহীদ মিনার চত্বর, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ ও কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখাসহ পার্শ্ববর্তী উপজেলা সমূহের মোট ১৫টি ভেন্যুতে নানা পেশার হাজারো মানুষের উপস্থিতিতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়।
২০২১ সাল থেকে বাংলাদেশে এই দিবস উদযাপন করছে দেশে মেডিটেশন চর্চার পথিকৃৎ কোয়ান্টাম ফাউন্ডেশন। এবছর বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’। দেশ বিদেশের লাখো মানুষ এদিন অংশ নিয়েছেন কোয়ান্টামের নানামুখী সব আয়োজনে আর উচ্চারণ করেছেন প্রতিপাদ্যের এই প্রত্যয়বাণী। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মা-জী নাহার আল বোখারীর ৮ মিনিটের একটি অডিও শুভেচ্ছাবাণীর মধ্য দিয়ে উদ্বোধন করা হয় বিশ্ব মেডিটেশন দিবসের সকালের অনুষ্ঠান। তিনি বলেন, ‘শুদ্ধাচারী মানুষকে বলা হয় ভালো মানুষ। আর শুদ্ধাচারী হতে হলে আমাদের মানসিকভাবে স্থির হতে শিখতে হবে। এই স্থিরতা এনে দেবে মেডিটেশন বা ধ্যান।’ এরপর শুদ্ধাচার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গুরুজী শহীদ আল বোখারী মহাজাতকের কণ্ঠে ‘ভালো মানুষ ভালো দেশ’ শিরোনামে একটি অডিও মেডিটেশনে অংশ নেন উপস্থিত অংশগ্রহণকারীরা।