October 11, 2024, 12:24 pm

News Headline :
খালেদা জিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা: ড. ইউনূস বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম নন্দীগ্রামে বিএনপির মামলায়  যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪  বগুড়ায় হেল্প ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ভারত ছাড়ছেন শেখ হাসিনা তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বারপ্রান্তে: ট্রাম্প আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে প্রজ্ঞাপন

শান্তি সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখছেন শেখ হাসিনা: দুলু

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আসাদুর রহমান দুলু বলেছেন, শান্তি সমাবেশের মাধ্যমে দেশের মানুষকে ভালো রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষ বিএনপির ডাকা হরতাল-অবরোধ আর মানছেন না। মানুষ অবরোধ চায় না, সমৃদ্ধি চায়, চায় স্মার্ট বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের দ্বারপ্রান্তে। ‘শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তা, ঘাট, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে ব্যাপক হারে। শুধু তাই নয়, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা, শিক্ষা ভাতা, শিশু ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বিভিন্ন ভাতা প্রদান করছে বর্তমান সরকার। এছাড়াও মেট্রোরেল, পদ্মা সেতু, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, টানেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, অসংখ্য উড়াল সেতু সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটাবিশ্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়ন দেখে বিএনপি-জামায়াতের নেতারা দিশেহারা হয়ে গেছে। সে জন্যই তারা দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে।

তিনি আরও বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে। বর্তমান সরকার প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জামাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী দুলু বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। সন্ত্রাসী কার্যকলাপ করে সংবিধান বহির্ভূতভাবে আর ক্ষমতায় যাওয়া যাবে না। এ দেশে আর কখনো সংবিধান বহির্ভূত ভাবে নির্বাচন হবেনা। তাই বাংলার মানুষ স্বাধীনতা বিরোধী কাউকে আর কখনো ক্ষমতায় নিয়ে আসবেনা। দেশের শান্তিময় পরিবেশ যারা নষ্ট করার চেষ্টা করবে তাদেরকে রাজনৈতিক ভাবে উচিত জবাব দেওয়া হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিএনপি-জামাতের ডাকা অবৈধ হরতাল-অবরোধের নামে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও অপরাজনীতির প্রতিবাদে শান্তি মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে একথাগুলো বলেন।

এরআগে শহরতলীর ঢাকা-বগুড়া মহাসড়কের জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট এলাকা হতে বনানী পর্যন্ত বগুড়া-৭ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলুর নেতৃত্বে এক শান্তি মিছিল অনুষ্ঠিত হয়।
শান্তি মিছিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল ফারুক, আলমগীর হোসেন স্বপন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল আলম হিরু, আলী হায়দার খান টিক্কা, কামরুজ্জামান মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী সরকার, পৌর আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম মন্টু, জেলা তাঁতী লীগ নেতা রনি, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মিজু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফুল আলম শাওন, সাবেক সদস্য অনিক খান, ছাত্রলীগ নেতা মাশরুক আল রহমান অরিত্র, শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মিনার আহম্মেদ শাকিল, সৈয়ব, জীবনসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD