October 6, 2024, 2:14 am
ষ্টাফ রিপোর্টার: দ্বাদশ সংসদ নির্বাচনের তফসীল ঘোষনার পরপরই নির্বাচনের সকল কার্যক্রম শুরু করেছে বগুড়া জেলা নির্বাচন কার্যালয়। এবার দ্বাদশ সংসদ নির্বাচনে পুরুষ ভোটারদের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশী। পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার ১৯ হাজার ৭০২ বেশি।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো: মাহমুদ হাসান জানান, গত ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে জেলার মোট ভোটার সংখ্যা ছিল ২৫ লাখ ৪৬ হাজার ৭৮৯ জন। ২০১৮ সালের পর জেলায় নতুন ভোটার বেড়েছে ২ লাখ ৮১ হাজার ৫৫৫ জন। আর দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন ভোটারসহ জেলার ৭টি সংসদীয় আসনে মোট ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৪ হাজার ৩২১ জন ও মহিলা ভোটার ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন।
এদিকে নির্বাচনের তফসীল ঘোষনার সাথে সাথে জেলা নির্বাচন অফিস কার্যক্রম নিয়ে ব্যস্ত সময় পার করছে। জেলা রির্টানিং কর্মকতা ও বগুড়া জেলা প্রশাসক মো: সাইফুল ইসলামের তদারকিতে সাপ্তাহিক ছুটির দিনেও নির্বাচনী কার্যক্রম চলছে।
জেলা রির্টানিং অফিসার মো: সাইফুল ইসলাম জানান, “একটি অবাধ সুষ্ঠু, গ্রহনযোগ্য নির্বাচন করতে যা যা দরকার তাই তাই আমরা করছি।“ তফসীল ঘোষনার পর থেকে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলায় সকল পোষ্টার, ব্যানার, বিল বোর্ড নামিয়ে ফেলার নির্দেশিকা দেয়া হয়েছে।
এদিকে দ্বাদশ নির্বাচনের কিছু কিছু উপকরণ সামগ্রী বগুড়ায় এসে পৌঁছেছে। এতোমধ্যে জেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম, জামানত বই, নির্বাচন আচারণ বিধি, ব্যালট বাক্সের লক, সিলগালা এসেছে।