December 7, 2023, 12:12 am
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় আবারও বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। ২০১৯ সালেও তিনি জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ প্রতিযোগিতায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ, পাঠদানে শিক্ষকদের অনুপ্রেরণা জোগানোসহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নুকে বগুড়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
অপরদিকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় প্রভাষক ছান্নুকে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।