December 7, 2023, 12:13 am

অস্ট্রেলিয়ার কাছে হেরে এশিয়ান কাপ শেষ বাংলাদেশের

যমুনা নিউজ বিডিঃ ‘এএফসি অনূর্ধ্ব-১৭ ওমেন্স এশিয়ান কাপ’ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম ও ফিলিপিন্সের বিপক্ষে হেরছিল বাংলাদেশ। গ্রুপপর্বের শেষ ম্যাচেও হার এড়াতে পারেনি লাল-সবুজের মেয়ে দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৪-০ গোলে। হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন অস্ট্রেলিয়ার সায়ানা ডেল। গ্রুপপর্বের সবকটি ম্যাচে হেরে এশিয়ান কাপের বাছাই থেকে বিদায় নিল বাংলাদেশ।

হ্যানয়ের ন্যাশনাল ইউথ ফুটবল ট্রেনিং সেন্টারে তাসমানপাড়ের দেশটির বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন সায়ানা ডেল। প্রথমার্ধে এক গোলের ব্যবধানে বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর হয়ে ওঠে অজি মেয়েরা। গুণে গুণে আরও তিনটি গোল দেয় বাংলাদেশের জালে। বিরতির ১০ মিনিট পর কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুন করেন প্রথমার্ধের স্কোরার ডেল। ৬১ মিনিটে দলের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। ৭৪ মিনিটে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডেল, পান চতুর্থ গোলের দেখা।

দ্বিতীয় রাউন্ডের খেলায় প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলে হারে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ফিলিপিন্সের কাছেও পাত্তা পায়নি কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। ওই ম্যাচ হারে ৩-১ ব্যবধানে।

এ বছরের এপ্রিলে বাছাইপর্বের প্রথম রাউন্ডে তুর্কমেনিস্তান এবং সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। তবে প্রথম রাউন্ডের মত দ্বিতীয় রাউন্ড মোটেও সুখকর হলো না রুমা আক্তারের দলের।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD