December 7, 2023, 12:18 am
যমুনা নিউজ বিডিঃ বগুড়া সদরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একদিনে ৫টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করলেন বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। একদিনে ৫টি উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা হওয়ায় সদর উপজেলাবাসীর মধ্য আনন্দ বিরাজ করছে।
প্রকল্প গুলো হলো সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ী হইতে মথুরা শামছুল হক মাষ্টারের বাড়ীর রাস্তা, নামুজা ইউনিয়নের বড় টেংরার রাস্তা, ধর্মপুরের রাস্তা ও নিশিন্দারা ইউনিয়নের বারপুর রাডার ষ্টেশন থেকে বাসেদ মাস্টারের বাড়ির রাস্তা সহ মোট ৫টি পাকা রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপ সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম রেজা, গোকুল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নুনগোলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বদরুল আলম, গোকুল ইউপির সাবেক চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন যাদু, বজলুর রহমান, আব্দুল কাফি, আমিনুর রহমান, ফাইনুর রহমান, মন্টু সাকিদার, জিন্না মিয়া, আওয়ামীলীগ নেতা আঃ জলিল, মাহবুর রহমান, সাইফুল ইসলাম, নুর আলম রোস্তম আলী, আক্তারুজ্জামান বাছেত, আলী রেজা তোতন, সাজেদুর রহমান সাজু মাষ্টার, সাইফুল ইসলাম, আব্দুর রাজ্জাক, গোলাম সরোয়ার মিলন, ওয়াজেদ, মোজাহার, তোতা মিয়া, রেজাউল করিম, আলী আজম, রাঙ্গা ,মামুন, জলিল, রাব্বি, সহ ৩টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।