October 3, 2023, 3:23 pm

ইউক্রেন যুদ্ধে ৯ হাজার বেসামরিক প্রাণহানি : জাতিসংঘ

যমুনা নিউজ বিডিঃ ইউক্রেনে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে জানিয়ে এর নিন্দা করেছে জাতিসংঘ।

যুদ্ধের ৫০০তম দিন উপলক্ষে শুক্রবার ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষণ মিশন (এইচআরএমএমইউ) এক বিবৃতিতে এ অবস্থান ব্যক্ত করে বলে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

এইচআরএমএমইউর ভাষ্য, আনুষ্ঠানিকভাবে প্রাপ্ত সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বেসামরিক নাগরিকদের প্রাণহানি।

জাতিসংঘের ইউক্রেন মিশন জানায়, ২০২২ সালের তুলনায় চলতি বছর গড় প্রাণহানির সংখ্যা কম হলেও মে ও জুন মাসে সেটি বাড়তে থাকে।

গত ২৭ জুন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রেমাতোরস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়।

গত বৃহস্পতিবার ভোরে রণাঙ্গণ থেকে দূরে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত ও ৩৭ জন আহত হন। একে রুশ হামলা শুরুর পর বেসামরিক অবকাঠামোতে সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দেন লিভিভের মেয়র।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD