October 4, 2023, 12:40 am
যমুনা নিউজ বিডিঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শুক্রবার (৭ জুলাই) রাতে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলাম মিয়ার পিএস ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির জানান, অসুস্থতা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তার অবস্থা কিছুটা ভালো।
বিএনপির এই নেতা ইবনে সিনা হাসপাতালের নিউরোলজিস্ট প্রফেসর ডা. আব্দুল হাইয়ের অধীনে রয়েছেন।
এদিকে রফিকুল ইসলাম মিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড শাহিদা রফিক।