September 28, 2023, 1:15 am
যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবালের হঠাৎ অবসরে ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয়েছে সহ-অধিনায়ক লিটন দাসকে। দায়িত্ব পাওয়ার পর আজ শুক্রবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন তিনি। সেখানে তামিমের অবসর নিয়ে প্রশ্ন তোলায় কড়া জবাব দিয়েছেন লিটন, দিয়েছেন সংবাদ সম্মেলন ছাড়ার হুমকিও।
চট্টগ্রামের এ সংবাদ সম্মেলনে তামিমের অবসরের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন লিটন। এরপরও কথা উঠলে কিছুটা বিরক্ত হন তিনি।
এই সময় তিনি বলেন, ‘ভাই আমি এখানে আগামীকালের ম্যাচের কথা বলতে এসেছি। আপনি যদি তামিম সম্পর্কে প্রশ্ন করেন তবে এখানে বোর্ডের সভাপতি আমার চেয়ে বেশি উপযুক্ত এবং আমি মনে করি আমার চলে যাওয়া উচিত।’
কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই দায়িত্বপ্রাপ্ত একজন অধিনায়কের বিদায় বিস্ময়করই বটে। তামিমের এমন আচমকা অবসর থমকে দিয়েছে গোটা ক্রিকেট পাড়াকে। এমনকি এ বিষয়ে পূর্ব কোনো ধারণা ছিল না বলেও জানান লিটন। জানান, দলের কেউই জানতো না এ সম্পর্কে। তবে তামিমের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলে মনে করেন লিটন।
লিটন বলেন, ‘দুপুর ১টায় এই সম্পর্কে জানতে পারি। আমি তার সাথে দীর্ঘদিন ধরে খেলেছি, আমি এবং কেউই বুঝতে পারেনি যে সে এমন সিদ্ধান্ত নেবে। তবে সিদ্ধান্তটি যখন নেয়া হয়েছে তখন দলের সকল সদস্য তার সিদ্ধান্তকে সম্মান করে। আমি মনে করি প্রত্যেকেরই এটি করা উচিত।’
তামিমের না থাকা দলের জন্য ক্ষতির কারণ কিনা, কিংবা দল তাকে মিস করবে কিনা- এমন প্রশ্নের জবাবে কৌশলী উত্তর দেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক। বলেন, ‘আমরা তাকে মিস করব কিনা বলা মুশকিল। কারণ আজ আমি এখানে আছি আগামীকাল আমি হয়তো ইনজুরির কারণে এখানে থাকব না এবং কেউ আমাকে মিস করবে না। কারণ নতুনরা দলে আসবে এবং এটিই প্রক্রিয়া।’
আরো কড়া করে লিটন বলেন, ‘এমন কিছুর দিকে তাকানোর কোনো মানে নেই যা চলে গেছে। বরং ভবিষ্যতে আমরা কী করতে পারি এবং দেশের জন্য ভালো করতে পারি তার উপর আমাদের ফোকাস করতে হবে। আমাদের তা করার জন্য চেষ্টা করা দরকার।’
চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আগামীকাল শনিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারী আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে ১১ জুলাই একই ভেন্যুতে।
বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডে ম্যাচে বৃষ্টি আইনে জয় পায় আফগানরা।
ওয়ানডে সিরিজের পর সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।