September 26, 2023, 10:35 pm

সিরাজগঞ্জের বেলকুচিতে যুব মহিলালীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা যুব মহিলালীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল। উপজেলা যুব মহিলালীগের সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা দেলখোশ আলী প্রমানিক, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাজিয়া সুলতানা মিলন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব প্রমূখ। পরে একটি বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD