September 24, 2023, 4:36 am
শেরপুর প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলায় অটোরিকশা ও ৫টি গাড়ির ব্যাটরি চুরি করে বিক্রয়ের সময় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে দুপুরে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন, সারিয়াকান্দি উপজেলার আল-আমিন (২৪) ও মোহাম্মদ আলী ওরফে মিষ্টার (২৫)।
পুলিশ জানায়, সারিয়াকান্দি উপজেলা থেকে অটোরিকশা ও ৫টি গাড়ির ব্যাটারি চুরি করে সিরাজগঞ্জ হয়ে শেরপুর উপজেলায় বিক্রয় করতে আসে। রাত্রি ৮টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড আল-আমিন ও মোহাম্মদ আলী ওরফে মিষ্টারকে বিক্রয় করার সময় এটিএসআই হেলাল উদ্দিন তাদের দেখে সন্দেহ হয়। তখন শেরপুর থানার এসআই শাহাদৎ হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, গ্রেপ্তার দুই যুবককে চুরির মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।