November 1, 2024, 12:31 am

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বশেমুরবিপ্রবির ৬৭ গবেষক

যমুনা নিউজ বিডিঃ বিশ্বসেরা গবেষকদের তালিকায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬৭ জন গবেষক।

গত ৩০ জুন প্রকাশিত হয়েছে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২৩’ এর রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়।

এ বছর বিশ্বের ২১৮ টি দেশের ২১ হাজার ৯৯৪ প্রতিষ্ঠানকে ১০টি অঞ্চলে বিভক্ত করে মোট ১১টি বিষয়ের উপর ১৩ লাখ ৫২ হাজার ২৮১ জন গবেষকের নাম প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, যে প্রফেসর মুরাট অ্যালপার এবং প্রফেসর শিহান ডগারের তত্বাবধানে গুগল স্কলার প্রোফাইলের সকল গবেষণাপত্রের এইচ-ইনডেক্স, আই-টেন ইনডেক্স এবং সাইটেশনের উপর পর্যালোচনা করে ২০২১ সাল থেকে এ রিপোর্ট প্রকাশিত হয়ে আসছে। চলতি বছরে বাংলাদেশের ১৯৬ টি প্রতিষ্ঠান থেকে মোট ৯ হাজার ২৬৮ জন বিজ্ঞানীর নাম স্থান পেয়েছে রিপোর্টটিতে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD