September 26, 2023, 9:25 pm

গোপন নথির মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন

যমুনা নিউজ বিডি:  গোপন নথি সংক্রান্ত মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। শুক্রবার (৯ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ও ফাইল নিজের কাছে রাখাসহ সাতটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে। ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ গঠন করা হলো এবং সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফেডারেল অভিযোগ।

এদিকে ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নিজেকে নির্দোশ দাবি করে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আমি কখনোই ভাবিনি যে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সঙ্গে এমনটি ঘটতে পারে। এটি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য একটি অন্ধকার দিন। দেশ হিসেবে আমরা দ্রুত পতনের দিকে যাচ্ছি।

এর আগে, পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে অর্থ দেওয়ার অভিযোগে গত মার্চ মাসে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই ঘটনার মাধ্যমে প্রথমবারের মতো সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগের সম্মুখীন হন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD