April 25, 2024, 11:13 am

অনলাইনে বগুড়া’র ট্রেনের টিকিট বিক্রির উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার ট্রেনের টিকিট অনলাইনে বিক্রির উদ্বোধন করা হয়েছে। রোবাবার বগুড়া রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত অনলাইন টিকিট কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু এমপি।

বগুড়া স্টেশন থেকে ঢাকাগামী আন্ত:নগর ট্রেন রংপুর এক্সপ্রেস ৩৭ টি ও লালমনি এক্সপ্রেস ৩৮ টি এই দুইটি ট্রেনের যাত্রীদের জন্য মোট ৭৫ টি টিকেট বরাদ্দ ছিল যা এখন থেকে অনলাইনে sohoz.com এর মাধ্যমে যাত্রীরা বাড়িতে বসেই টিকিট সংগ্রহ করতে পারবেন। বগুড়া রে‌লের প্রধান বু‌কিং সহকা‌রী রায়হান ক‌বির ব‌লেন, অনলাই‌নে রে‌লের টি‌কিট বু‌কিংয়ের জন‌্য দীর্ঘদিন যাবৎ চেষ্টা করা হ‌চ্ছি‌লো। বগুড়া সদ‌র আস‌নের এম‌পি রা‌গেবুল আহসান রিপুর সা‌র্বিক সহ‌যোগীতায় এটি চালু করা হ‌লো। এতে ক‌রে বগুড়াবাসী খুব সহ‌জে টিকিট সংগ্রহ কর‌তে পার‌বে এবং যে হয়রানী হ‌তো সেগু‌লো থে‌কে রক্ষা পে‌লো। প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আস‌নের সংসদ সদস‌্য রা‌গেবুল আহসান রিপু ব‌লেন, বগুড়া থে‌কে ঢাকাগামী ট্রেনের বর্তমা‌নে টি‌কি‌টের সংখ‌্যা কম। এ বিষ‌য়ে আমি উ‌র্ধ্বতন কর্তৃপ‌ক্ষের সা‌থে কথা ব‌লে‌ছি টি‌কি‌টের সংখ‌্যা বৃ‌দ্ধির জন‌্য। খুব তাড়াতাড়ি টি‌কি‌টের সংখ‌্যা বাড়‌বে। এছাড়া বগুড়ায় আরো এক‌টি কোচ সং‌যোজ‌নের বিষ‌য়ে আলোচনা হ‌য়ে‌ছে। অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লেন, ষ্টেশন মাষ্টার সাজেদুর রহমান, প্রধান বু‌কিং সহকা‌রি রায়হান ক‌বির, কর্তব‌্যরত স্টেশন মাস্টার আল আমিন, সহজ ডটকমের প্রতি‌নি‌ধি রেজওয়ান ফারুক, জি আর পি ও আর এন বি পুলিশের সদস্যসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD