April 18, 2024, 1:32 am

খেলাধুলায় পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে: আবু সুফিয়ান শফিক

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যদীপ্ত বাংলাদেশ। আজকের যুবসমাজ হবে আগামী বাংলাদেশের কান্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষাদীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে।

শুক্রবার (২ জুন) বিকেলে বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড মানিকচক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রেইনবো স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়াপ্রেমী মানুষ। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই সুস্থ বিনোদনের পাশাপাশি যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর লুৎফর রহমান মিন্টু, শহিদুল ইসলাম, জাকারিয়া পারভেজ, সোহেল রানা, নূর মোহাম্মদ টুটুল, আবু বাশার মানিক প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, খন্দকার মাসুদ, মোহাম্মাদ নূরনবী,পলাশসহ হাজার হাজার ক্রীড়া প্রেমী ব্যাক্তিবর্গ। খেলায় কোদিমপাড়া বন্ধু স্পোটিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে কর্ণপুর মধ্যপাড়া টাইগার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD