September 16, 2024, 11:32 pm
গাজিপুর প্রতিনিধিঃ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি পদে বদলি করা হয়েছে।
বুধবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মাহবুব রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
একই প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপুলিশ মহাপরিদর্শক মো. মাহবুব আলমকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পাঁচ দিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশটি জারি করেছে। তবে এটি নির্বাচনের আগেই অনুমোদিত বলে উল্লেখ করা হয়েছে।