April 18, 2024, 1:18 pm

২৪ ঘণ্টায় আরও ৭৩ জন কোভিড রোগী শনাক্ত

যমুনা নিউজ বিডিঃ দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা প্রায় সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত বছরের ৪ নভেম্বর ৮৮ জন রোগী শনাক্তের খবর এসেছিল। এরপর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৭০ এর নিচেই ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৩২৭টি নমুনা পরীক্ষা করে ওই ৭৩ জন নতুন রোগী শনাক্ত হয়। এই সময়ে মৃত্যু হয়নি কারও।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৫ দশমিক ৫০ শতাংশ। আগের দিন যা ৬ দশমিক ৫৭ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৯৭১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে অপরিবর্তিতই রয়েছে, ২৯ হাজার ৪৪৬ জন।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৬১ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় ১৮ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ২১২ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ৫৪ জনই ঢাকার বাসিন্দা। এছাড়া গাজীপুরে ১৪ জন, সিলেটে ৪ জন এবং বরিশালে একজন নতুন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD