September 18, 2024, 2:00 pm

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে মানববন্ধন

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ক্যাম্পাসে বহিরাগতদের উপদ্রব বন্ধ ও সব শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৮ মে) দুপুর ১২টার দিকে শিয়ালকোল এলাকার সিরাজগঞ্জ-নলকা সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ক্যাম্পাসে বহিরাগতরা বেপরোয়াভাবে চলাফেরা করে। শুধু তাই নয়, ছাত্রীদের সঙ্গে ইভটিজিং করে। সেই সঙ্গে সন্ধ্যার দিকে ক্যাম্পাসে বসে মাদকসেবন করে বহিরাগতরা। ক্যাম্পাসে পড়ালেখার পরিবেশ নেই।

সিরাজগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ বলেন, সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করার বিষয়টি জানার পর ঘটনাস্থল যাই। তাদের নিরাপত্তার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থী ক্যাম্পাসে ফিরে যায়।

এ প্রসঙ্গে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক বলেন, শিক্ষার্থীরা রাতে ডিউটি শেষ করে ফেরার পথে বহিরাগতরা বিভিন্ন সময় ইভটিজিং করে। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে বলে তিনি বলেন ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD