September 20, 2024, 5:44 pm

আদমদীঘিতে যুবদলের আয়োজনে ঈদ সামগ্রি বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের আয়োজনে ও আদমদীঘির বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল মান্নানের সহযোগিতায় অসহায় গরীবদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে আদমদীঘি বিএনপি কার্যালয়ের সামনে এই ঈদ সামগ্রি বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া জেলা শহর বিএনপির সভাপতি এ্যাড, হামিদুল হক চৌধুরী হিরু। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সস্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান টিকন, যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, সাজেদুর রহমান এ্যাঞ্জেল, ফরিদ সরকার, মিজানুর রহমান জুয়েল, মকলেছার রহমান, রুহুল আমিন, যুবদল নেতা সাগর হোসেন, তৌহিদুল ইসলাম, জুয়েল হোসেন, নজরুল ইসলাম, ছাত্রদল নেতা মহিবুল হাসান শাকিব, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমিন, আব্দুর রাজ্জাক, কৃষক দল নেতা আবু রায়হার ও রুবেল হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবর্গ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD