September 16, 2024, 9:42 pm
যমুনা নিউজ বিডিঃ পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশের গাড়ির পাশে বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার প্রদেশটির কোয়েটা শহরের একটি বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে বেলুচিস্তানে পুলিশের ওপর তিনটি হামলার ঘটনা ঘটল। অন্য দুটি হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
হামলার স্থান থেকে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জনিয়েছে, নিহতদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে।
সিভিল ডিফেন্সের পরিচালক রাফু মান্দোখাইল বলেন, বিস্ফোরণে তিন থেকে চার কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছ। বিস্ফোরক উপাদানটি একটি মোটরসাইকেলে স্থাপন করা হয়েছিল।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বেলুচিস্তানে বিস্ফোরণের নিন্দা জানিয়ে নিহতদের জন্য প্রার্থনা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে।