October 13, 2024, 2:16 am
ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার সবুজবাগস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় সভাপতি প্রবীণ সাংবাদিক মুহম্মদ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি মোঃ আলমগীর গনি, আরোও উপস্থিত ছিলেন সহ-প্রশিক্ষণ সম্পাদক এস এম মহসিন উদ্দিন, নির্বাহী সদস্য সাজ্জাদুর রহমান সাজু, সাবেক দপ্তর সচিব জহুরুল ইসলাম, সদস্য আবেদ আলী প্রমুখ। আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি ও প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।