September 16, 2024, 10:24 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

ধুনট ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

ধুনট প্রতিনিধিঃ  বগুড়ার ধুনট থেকে বদলি হওয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্তকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। ধুনট পৌরসভার মেয়র-কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষ্যে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত বিদায়ী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ আসিফ ইকবাল সনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান পত্নী আঞ্জুমান, ইউএনও পত্নী সুমি চৌধুরী, মেয়র পত্নী রোজিনা আকতার, উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফি, ধুনট থানার ওসি রবিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেস আলী, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, শরিফুল ইসলাম খাঁন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ তারেক হেলাল, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম, পৌর কাউন্সিলর মুঞ্জিল হোসেন, রফিকুল ইসলাম, আলী আজগর মান্নান, সেলিম রেজা রিমান, আপাল শেখ, ফরহাদ হোসেন, জাহাঙ্গীর আলম, সংরক্ষিত কাউন্সিলবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সামাজিক নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD