May 30, 2023, 5:45 am
লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালিগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ছোটন নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পলাশ নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, জেলার কালীগঞ্জ উপজেলার ছাত্রলীগ সহসভাপতি আবু মুছা ছোটনের সঙ্গে তার চাচাতো ভাই পলাশের বিরোধ ছিল। মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়ি ভোটমারীতে তাদের মধ্যে লেনদেন নিয়ে মারামারি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে ছোটন আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ গোলাম রসুল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় একজন আটক করা হয়েছে। মামলা হলে তদন্তে জানা যাবে হত্যার রহস্য।