September 7, 2024, 3:22 pm

আবারও উয়েফা সভাপতি নির্বাচিত সেফেরিন

যমুনা নিউজ বিডিঃ আরো এক মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় উয়েফার সভাপতি নির্বাচিত হয়েছেন আলেক্সান্দার সেফেরিন। আগামীকাল লিসবনে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থার কংগ্রেস অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু তার আগেই সেফেরিনের সভাপতির পদ ধরে রাখার ঘোষণা এসেছে। স্লোভেনিয়ার ৫৫ বছর বয়সী  এই আইনজীবী ফরাসি তারকা মিচেল প্লাতিনির পদ হারানোর পর ২০১৬ সালে প্রথমবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

পর্তুগালের রাজধানী লিসবনে উয়েফার কংগ্রেস অনুষ্ঠিত হবার কয়েক সপ্তাহ আগে গিয়ান্নি ইনফান্তিনোও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফার সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন।  ইনফান্তিনোর সঙ্গে বিভিন্ন বিষয়ে সেফেরিনের মতপার্থক্য নিয়মে পরিণত হয়েছে। অতি সম্প্রতি চার বছরের জায়গায় দুই বছর অন্তর বিশ^কাপ আয়োজনে ফিফার প্রস্তাবের বিপক্ষে প্রথম সরব হয়ছিলেন উয়েফা প্রধান। পরবর্তী সময়ে ইনফান্তিনো সেই প্রস্তাব থেকে সড়ে আসেন। কিন্তু বিতর্কিত ইউরোপীয়ান সুপার লিগের প্রস্তাব এখনো শেষ হয়ে যায়নি। শীর্ষ তিন ইউরোপীয়ান ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাস এখনো সেই প্রকল্পের প্রতি নিজেদের অনড় অবস্থানে টিকে রয়েছে। ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিসে ইতোমধ্যেই  উয়েফা ও ফিফার বিরুদ্ধে একটি মামলা শুরু হয়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে বিশ^ ফুটবলের সর্বোচ্চ এই দুই সংস্থা তাদের শক্তি খাটিয়ে ক্লাবগুলোকে নিষিদ্ধের হুমকি দিয়েছে এবং খেলোয়াড়দের আগ্রহকে খাটো করে দেখেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ ব্যপাওে চূড়ান্ত রায় জানা যাবে।  ক্লাবগুলোর জন্য নতুন ফিনান্সিয়াল ফেয়ার প্লে আইন প্রবর্তনের পরিকল্পনায় এই মুহূর্তে বেশী গুরুত্ব দিচ্ছেন সেফেরিন। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফর্মেট পরিবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছেন। ২০২৪ সালে ৩২ দলের পরিবর্তে ৩৬ ক্লাব নিয়ে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD