September 20, 2024, 5:31 pm

বগুড়ায় নকল প্রসাধনী কারখানা সিলগালা, জরিমানা ২লাখ

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরে নকল প্রসাধনী কারখানার সন্ধান মিলেছে। শহরের নারুলি বাজার এলাকায় কলিন্স কসমেটিকস বিভিন্ন ব্যান্ডের নামিদামি প্রসাধনী নকল করে উৎপাদনসহ বাজারজাত করে আসছিল।

সোমবার দুপুর ১টার দিকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কলিন্স কসমেটিকসে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানের মালিক আব্দুল মমিনকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যলয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এ কর্মকর্তা জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কলিন্স কসমেটিকস নামের অনুমোদনহীন একটি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখান থেকে বিভিন্ন ব্র্যান্ডের নকল পারফিউম, কসমেটিকস ও নারিকেল তেলসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের মোড়ক জব্দ করা হয়েছে। এসময় কলিন্স কসমেটিকসের মালিক আব্দুল মমিন ভুল স্বীকার করায় ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যলয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী আরও জানান, আগেও জেলা প্রশাসন এই প্রতিষ্ঠানে কয়েকবার অভিযান চালিয়েছে। এরপরও তাদের কার্যক্রম চালু রাখায় সিলগালা করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওযা হবে।

অভিযানে জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD