September 7, 2024, 3:17 pm

বঙ্গবন্ধুর নির্দেশনা মতো পুলিশকে জনগণের বন্ধু হতে হবে : আইজিপি

যমুনা নিউজ বিডিঃ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশনা মতো সব পুলিশ সদস্যকে জনগণের বন্ধু হয়ে দায়িত্ব পালন করতে হবে।

রোববার (২৬ মার্চ) সকালে রমনায় পুলিশ অফিসার্স মেসে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের প্রতি রেখে যাওয়া বঙ্গবন্ধুর আদেশ পালন করতে হবে সবাইকে। একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা করা যেতো না। এমনকি বঙ্গবন্ধুর নামও নেওয়া যেত না। বঙ্গবন্ধু সম্পর্কে একটা প্রজন্ম তেমন কিছুই জানতে পারেনি। কিন্তু এখন সেই সুযোগ অবারিত।

সরকারি প্রতিটি দফতরে এখন বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা সম্পর্কে পড়াশোনার সুযোগ থাকছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD