September 20, 2024, 7:31 am

বগুড়ায় জাতীয় ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর কতৃক দুই ফল ব্যবসায়ীকে জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় কাগজের ঠোঙ্গাতে ওজন জালিয়াতি করায় দুই ফল ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টার দিকে শহরের কাঠালতলায় জাতীয় ভোক্ত সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। তিনি জানান, মাহে রমজানের প্রথম দিনে শহরের কাঠালতলা বাজারে অভিযান চালানো হয়।

এই সময় রাজা ফল ভান্ডারের প্রোপাইটার মো: রাজাকে ৫ হাজার ও আলি ট্রেডার্সের প্রোপাইটারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। তারা উভয়েই খুচরা ফল ব্যবসায়ী। ফলের সঙ্গে ওজন করে দেওয়া কাগজের ঠোঙ্গার নিচে পৃথক কাগজ দিয়ে দেন তারা।

তখন ওই ঠোঙ্গার ওজন হয় ১০০ থেকে আড়াইশ গ্রাম হয়ে যায়। রাজা ফল ফান্ডার এ আলি ট্রেডার্সে এই জালিয়াতির প্রামাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD