September 16, 2024, 10:04 pm
সিংড়া প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় একটি পুকুর থেকে ৩২ কেজি ওজনের প্রাচীন একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া গ্রামের একটি পুকুর থেকে বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের রাতাল শালিকাপাড়া গ্রামের একটি পুকুর সংস্কারকালে একটি বিষ্ণু মূর্তি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত বিষ্ণু মূর্তিটির ওজন প্রায় ৩২ কেজি।