April 23, 2024, 6:14 am

রোহিঙ্গাদের জন্য ৭৫ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

যমুনা নিউজ বিডিঃ খাদ্য ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে রোহিঙ্গা ও কক্সবাজারে অসহায়দের জন্য ৭৫ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৭৫০ কোটি টাকা।

মানবিক সহায়তা হিসেবে এই অনুদান দিচ্ছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে আরও বলা হয়, নতুন এই অনুদান ব্যবহার করে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীকে খাদ্য ও পুষ্টি, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং গুরুত্বপূর্ণ লজিস্টিক সহায়তা দিতে পারবে।

এই অর্থ দিয়ে প্রায় ৬ লাখ মানুষকে গুরুত্বপূর্ণ ও জীবন রক্ষাকারী সহায়তা দেওয়া সম্ভব হবে মার্কিন দূতাবাস জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD