September 16, 2024, 10:06 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

বগুড়ায় উপ-নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বিশেষ সভা

ষ্টাফ রিপোর্টারঃ বুধবার বগুড়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী ০১ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি. তারিখে বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৪ (কাহালু, নন্দীগ্রাম) জাতীয় সংসদ উপ-নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ এবং সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, আমরা চাইবো মানুষের ভোটাধিকার যেন সঠিকভাবে সম্পন্ন হয়। জাতীয় উপ-নির্বাচনটি যাতে সুন্দর, স্বাভাবিক, অবাধ এবং উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত করতে পারি। প্রার্থীরাসহ আমরা যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আছি তারা যেন আইন মোতাবেক দায়িত্ব পালন করি এবং সুন্দর একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে পারি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD