September 16, 2024, 10:19 pm
যমুনা নিউজ বিডিঃ প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল এই সপ্তাহে আমাজন বন উজাড়ের বিরুদ্ধে প্রথম অভিযান শুরু করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত বছর অক্টোবরে নির্বাচনে জয় লাভ করার পূর্বে নির্বাচনী ক্যাম্পে লুলা প্রতিজ্ঞা করেছিলেন ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করবেন।
প্রেসিডেন্ট বলসোনারোর চার বছরের আমাজন বন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সাবেক এই সেনা কর্মকর্তা সমালোচনা উপেক্ষা করে বনের মধ্যে কৃষি এবং খনির পক্ষে বারবার আইন প্রণয়ন করেছিলেন। অথচ জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করার মূল চাবিকাঠি হলো বন উজাড় কমানো।
শুক্রবার পরিবেশ বিষয়ক সংস্থা ইবামা এএফপিকে জানিয়েছে, ১৬ জানুয়ারি থেকে বন পরিদর্শনের মাধ্যমে লুলা সরকারের বন রক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও সংস্থাটি জানায়, আগের দশকের তুলনায় বলসোনারোর সময় ৭৫ শতাংশ বন উজাড় বৃদ্ধি পেয়েছিল।
ইবামা আরও জানায়, ফেডারেল সরকারের দলটি গত কয়েক মাস ধরে বন উজাড়ের হার কমাতে সক্ষম হবে এমন একটি পরিকল্পনা তৈরি করতে কাজ করছে।