September 18, 2024, 4:04 pm
শাজাহানপুর প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে ৭৩ বোতল ফেন্সিডিলসহ শাহিদার হোসেন সুমন (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার ব্যবহত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওই উপজেলার বনানী ২য় বাইপাস মহাসড়কের একটি বেসরকারি ক্লিনিকের সামনে থেকে শাহিদারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহিদার দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ডাঙ্গামারা গ্রামের মোতাহার আলীর ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (সহকারী সিনিয়র পুলিশ সুপার) নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানা যায় দিনাজপুর থেকে সিরাজগঞ্জ জেলায় একটি মোটরসাইকেলে মাদক বহন করা হচ্ছে । এমন খবরে শাজাহানপুরের ২য় বাইপাস এলাকায় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে শাহিদের মোটরসাইকেল তল্লাশি করে ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, শাহিদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।