September 20, 2024, 6:07 pm

রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি বগুড়া সদর থানার নুরে আলম সিদ্দিকী

ষ্টাফ রিপোর্টারঃ রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী ।

বুধবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আই জি পি আবদুল্লাহ আল মামুন এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার গ্রহণ করেন নুরে আলম সিদ্দীকী ।

এ সময় রাজশাহী রেঞ্জ ডিআইইজ আব্দুল বাতেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এডমিন অ্যান্ড ফাইন্যান্স, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) এডিশনাল ডিআইজি অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নুরে আল সিদ্দিকী বলেন, বগুড়ার সদর থানায় আসার পর মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনে কাজ করেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বগুড়া সদর থানা এলাকার অপরাধ নির্মূলে সবার সহযোগিতা কামনা করে এ কর্মকর্তা আগামী দিনগুলোতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান বলে উল্লেখ করেন।
সাধারণ মানুষের জন্য বগুড়া সদর থানা সবসময় উন্মুক্ত উল্লেখ করে তিনি বলেন, আমি চেষ্টা করে যাচ্ছি সবসময় মানুষকে সেবা দিয়ে যেতে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD