September 18, 2024, 3:56 pm

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাত

যমুনা নিউজ বিডিঃ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬.২ তীব্রতার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার খবরে এ কথা বলা হয়েছে।

সংস্থাটি আরও বলেছে, আচেহ প্রদেশের সিংকিল শহরের ৪৮ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে ভূমিকম্পের মূল কেন্দ্র ছিল।

সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় এটি আঘাত হানে। এতে সুনামির কোন আশংকা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ।

এ ছাড়া দেশটির দুর্যোগ সংস্থা বলেছে, ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা বড়ো ধরনের ক্ষতির কোন খবর পাওয়া যায় নি।

তবে লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ারে’ ইন্দেনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

গত ২১ নভেম্বর জনবহুল পশ্চিম জাভায় ৫. ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে ৬০২ জন প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD