April 20, 2024, 2:21 am

ইউক্রেনে ভারী ট্যাংক পাঠাচ্ছে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইউক্রেনকে ১৪টি চ্যালেঞ্জার টু ট্যাংক পাঠাবেন বলে অঙ্গীকার করেছেন।

পশ্চিমা বিশে^র কোন দেশ এ প্রথম এ ধরনের ভারী ট্যাংক ইউক্রেনকে সরবরাহ করতে যাচ্ছে। এদিকে এ ঘোষণার পর পরই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। দেশটি সতর্ক করে বলেছে, এটি কেবল যুদ্ধকেই ‘তীব্রতর’ করবে।

যুক্তরাজ্যের রুশ দূতাবাস থেকে বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে এ ধরনের ট্যাংক নিয়ে আসা শত্রুতাকে আরো কাছের করে তোলা এবং যুুদ্ধকে তীব্রতর করা। ফলে বেসামরিক লোকজনসহ হতাহতের সংখ্যাই কেবল বাড়বে।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে টেলিফোনালাপে সুনাক বলেছেন, এই ট্যাংক সরবরাহ ইউক্রেনকে যুক্তরাজ্যের জোর সমর্থনের উচ্চাকাঙক্ষার স্মারক।

জেলেনস্কি টুইটারে ব্রিটেনকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত যুদ্ধক্ষেত্রে কেবল আমাদের শক্তিই বাড়াবে তা নয় অপর পক্ষকেও সঠিক সিগনাল দেবে।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালানোর পর ইউরোপীয় মিত্ররা এ পর্যন্ত ৩ শতাধিক উন্নত ট্যাংক কিয়েভকে সরবরাহ করেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD