October 13, 2024, 12:50 am
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে শুদ্ধ বানানে বস্তুনিষ্ঠ জনবান্ধব সংবাদ পরিবেশনের লক্ষ্যে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘উলিপুর ডট কম’ এর কুড়িগ্রাম কার্যালয়ে জেলার ৯ উপজেলার নবনিযুক্ত প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারন সম্পাদক আব্দুল খালেক ফারুক, সাবেক সভাপতি এড. আহসান হাবীব নীলু, ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সাবেক সভাপতি সাইদুল আবেদীন ডলার, উলিপুর ডট কম’র সহ-সম্পাদক মাহবুবার রহমান, জাহিদ হাসান প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার মো. আব্দুর রাজ্জাক সরকার, উলিপুর ডট কম’র নির্বাহী সম্পাদক মো. মাহফুজার রহমার খন্দকার, নিউজ টোয়েন্টিফোর টিভি ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য, উলিপুর ডট কম’র ম্যানেজার(এডমিন) অমিত চন্দ্র পাল প্রমুখ।
প্রশিক্ষণে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন উলিপুর ডট কম’র উপদেষ্টা সম্পাদক আবু হেনা মুস্তফা।