September 18, 2024, 2:48 pm

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা দুপুরে

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দুই দিন পর আজ শুক্রবার দুপুরে হতে যাচ্ছে সংগঠনটির শোভাযাত্রা। মূলত যানজট ও জনভোগান্তিকে আমলে নিয়ে এই পদক্ষেপ নিয়েছে সংগঠনটি।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা থেকে এ শোভাযাত্রা শুরু হবে।

এরই মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রার সকল প্রস্তুতি শেষ হয়েছে। সংগঠনটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় কেন্দ্রীয় ছাত্রলীগের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, সকল থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন। যোগ দিতে পারেন সাবেক নেতাকর্মীরাও।

এর আগে গত মঙ্গলবার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছিল।

লিখিত বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন জানান, ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেদিন কিছু কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা অনুষ্ঠিত হবে দুই দিন পর।

জনভোগান্তির বিষয়টি মাথায় নিয়ে শুক্রবারে শোভাযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD