September 7, 2024, 1:24 pm
ষ্টাফ রিপোর্টারঃ ২০২২ এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে রাজশাহী বোর্ডে বৃত্তি প্রাপ্তিতে সেরা হয়েছে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) পাবলিক স্কুল এন্ড কলেজ। এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৪৫জন মেধাসহ ৯৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ এটিএম মোস্তফা কামাল।
এদিকে বোর্ডে বৃত্তি প্রাপ্তিতে ২য় স্থানে রয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ। এ বছর এই প্রতিষ্ঠান থেকে মেধায় ৩১ ও সাধারণে ৬১জনসহ ৯২ এবং তৃতীয় অবস্থানে সালেহ হক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিরাজগঞ্জে ২৪ জন মেধায় ও সাধারণে ৬৫ জনসহ ৮৯ জন বৃত্তি পেয়েছে।
তাদের মধ্যে বগুড়া জেলার এপিবিএন পাবলিক স্কুল ও কলেজে মেধা তালিকায় ৪৫ ও সাধারণে ৫২ জনসহ মোট ৯৭ জন বৃত্তি পেয়েছে । দ্বিতীয় অবস্থানে থাকা বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজে মেধায় ৩১ ও সাধারণে ৬১জনসহ ৯২জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
গত ২৭ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী চেয়ারম্যান প্রফেসর মোঃ হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বৃত্তির তালিকা প্রকাশ করা হয়। এ বছর বোর্ডে মেধা তালিকায় ৫৪১ ও সাধারণ তালিকায় ২৭০২ জন শিক্ষার্থী বৃত্তি পান। তালিকা অনুযায়ী বৃত্তি প্রাপ্তিতে বোর্ডের সেরা দশ প্রতিষ্ঠানের তালিকায় বগুড়ার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল জানান, ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে রাজশাহী বোর্ডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা অনুযায়ী বোর্ডের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক বৃত্তি পেয়ে সেরা হয়েছে। আগামীতেও এমন সাফল্য অব্যাহত রাখতে আমাদের চেষ্টা থাকবে।