June 3, 2023, 9:12 am
যমুনা নিউজ বিডিঃ বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া আসনগুলোর সবকটিতেই প্রার্থী দেবে জাতীয় পার্টি(জাপা)। মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় যমুনা নিউজ বিডিকে এ তথ্য নিশ্চিত করেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
এদিকে মঙ্গলবার বিকালে সংসদ উপনির্বাচনে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন দলটির মনোনয়ন বোর্ড।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অ্যাডভোকেট আবদুল হামিদ ভাসানী, চাপাইনবাবগঞ্জ- ০২ আসনে মোহাম্মদ আবদুর রাজ্জাক এবং চাপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. মোস্তাফিজুর রহমান মুকুল জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।
জাতীয় পার্টির মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি।
সভায় আরো উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ফখরুল ইমাম এমপি, চেয়ারম্যানের উপদেষ্টা এমএম নিয়াজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।