September 20, 2024, 7:58 am

পেরুতে বিক্ষোভের মুখে ২ মন্ত্রীর পদত্যাগ 

যমুনা নিউজ বিডিঃ  লাতিন আমেরিকার দেশ পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর মুক্তির দাবিতে কয়েকদিন ধরেই দেশটিতে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মুখে এবার পদত্যাগ করলেন দেশটির শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া এবং সংস্কৃতিমন্ত্রী জাইর পেরেজ। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

পেরুর সরকারি কর্মকর্তারা বলছেন, সেনাবাহিনী ও পেদ্রো কাস্তিলোর সমর্থকদের মধ্যে কেন্দ্রীয় আয়াকুচো অঞ্চলে সংঘর্ষে আরও আটজন নিহত হয়েছেন। এ নিয়ে এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিক্ষোভকারীরা প্রধান বিমানবন্দর বন্ধ করে দেওয়ায় হাজার হাজার পর্যটক কুসকো শহরে আটকা পড়েছেন বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

ওই শহরের মেয়র জানান, ‘বিক্ষোভকারীরা বিমানবন্দর অবরোধ করে রাখায় প্রায় ৫ হাজার পর্যটক শহরে আটকা পড়েছেন।’

গত ৭ ডিসেম্বর পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। এরপর তাকে আটক করে বিদ্রোহের অভিযোগ দায়ের করে কারাগারে পাঠানো হয়।

কাস্তিলোর মুক্তি এবং নতুন নির্বাচনের দাবিতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা। এদিকে চলমান বিক্ষোভ দমাতে গত বুধবার (১৪ ডিসেম্বর) জরুরি অবস্থা জারি করেছে পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, পেদ্রো কাস্তিলোর অপসারণের পর ইতোমধ্যে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দিনা বোলুয়ার্তে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD