April 25, 2024, 2:31 pm

আফগান সীমান্তে ৬ পাকিস্তানিকে গুলি করে হত্যা

যমুনা নিউজ বিডিঃ পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্তে কামান দিয়ে ভারী গোলাবর্ষণ করেছে আফগান সীমান্ত বাহিনী। রোববারের ওই ঘটনায় সীমান্তের ওপারে ৬ বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে, পাকিস্তান সেনাবাহিনী। খবর, বার্তা সংস্থা রয়টার্সের।

এই ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের চমন সীমান্ত ক্রসিংয়ে আফগানদের পাল্টা জবাব দেওয়া হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি পাকিস্তান সেনাবাহিনী।

সীমান্তের আফগান প্রদেশের কান্দাহারে আফগান কর্মকর্তা নুর আহমদ রয়টার্সকে জানায়,‘ ঘটনাটি দুর্ঘটনাবশত এবং উভয় পক্ষের বৈঠকের পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে। যদিও তিনি এ ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য জানাননি।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘আফগান সীমান্ত বাহিনী বেসামরিক জনগণের উপর কামান এবং মর্টারসহ ভারী অস্ত্রের বিনা প্ররোচনা ও নির্বিচারে গুলি চালায়। ’

এই ঘটনাকে ‘আগ্রাসনের জন্য অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করে পাকিস্তান সেনাবাহিনী জানায়, এই ঘটনার উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি সৈন্যরা। পরিস্থিতির তীব্রতা তুলে ধরতে এবং এই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে আমরা কাবুলের কাছে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD